| |
               

মূল পাতা আন্তর্জাতিক এশিয়া তুরস্কের আঙ্কারার কাছে ভয়াবহ সন্ত্রাসী হামলা


সংগৃহীত

তুরস্কের আঙ্কারার কাছে ভয়াবহ সন্ত্রাসী হামলা


রহমত নিউজ     23 October, 2024     08:50 PM    


তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষাবিষয়ক কোম্পানি তুর্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।  এতে এতে বেশ কয়েকজন মানুষ নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছেন তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী আলি ইয়ারলিকায়া।

আল জাজিরা জানিয়েছে, দেশটির রাজধানী আঙ্কারার উপকণ্ঠে অবস্থিত তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে ওই হামলা হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আলি ইয়ারলিকায়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, "তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ আঙ্কারা কাহরামানকাজান স্থাপনায় একটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল।"

তুরস্কের স্থানীয় টেলিভশন চ্যানেলে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, উত্তর আঙ্কারার ছোট শহর কাহরামানকাযান এলাকায় প্রচুর ধোঁয়া ও বিশালাকার আগুনের শিখা ছড়িয়ে পড়েছে। বৃহৎ বিস্ফোরণ এবং গুলাগুলির ফুটেজ শেয়ার করেছে কিছু মিডিয়া।

এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, জরুরী পরিসেবা ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সূত্র:  আল জাজিরা