| |
               

মূল পাতা আন্তর্জাতিক হিজবুল্লাহপ্রধান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার


হিজবুল্লাহপ্রধান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক     29 September, 2024     07:14 PM    


লেবাননে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রের ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ পাওয়া গেছে। দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলি বিমান হামলার স্থান থেকে মরদেহটি উদ্ধার হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) লেবাননের স্বাস্থ্য এবং নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, নাসরুল্লাহর মরদেহ অক্ষত রয়েছে। এর আগে, শনিবার হিজবুল্লাহর বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও, তিনি ঠিক কীভাবে নিহত হয়েছেন তা বলা হয়নি।

মরদেহ উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র দুটি বলছে, নাসরুল্লাহর শরীরে সরাসরি কোনো ক্ষত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের ফলে ব্লান্ট ট্রমায় তার মৃত্যু হয়েছে।

ব্লান্ট ট্রমা হলো এমন একটি অবস্থা যাতে কোনো কিছুর আঘাতে শরীরে বাহ্যিকভাবে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন ধরা পড়ে না; তবে শরীরের ভেতরে ক্ষতিগ্রস্ত হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। ওই হামলাতেই প্রাণ হারান নাসরুল্লাহ।

ঘটনার পর পরই হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরাইল বাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে শুক্রবার হামলাটি পরিচালনা করে ইসরাইলি বিমান বাহিনী। তাৎক্ষণিকভাবে ইসরাইলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও, পরে বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ।