| |
               

মূল পাতা আন্তর্জাতিক হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরাইল


হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক     28 September, 2024     06:41 PM    


ইরানের শিয়া সমর্থিত লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রের ইসরাইলি বাহিনী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় ইসরাইলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না।

গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় রাতভর বিমান হামলা চালায় দখলদার ইসরাইল। জানা যায়, ইরান–সমর্থিত হিজবুল্লাহর কমান্ড সেন্টারে সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ ও অন্য নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপর হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর জানানো হলো।

হিজবুল্লাহর পক্ষ থেকেও হাসান নাসরুল্লাহর নিহতের খবরটি নিশ্চিত করা হয়েছে।

গতকালই আমেরিরকায় জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের গাজ্জা ও লেবাননে হামলা অব্যাহত রাখবে তাঁর দেশ।ইসরাইলি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরপরই লেবাননে জোরালো হামলা চালানো হয়েছে।