| |
               

মূল পাতা জাতীয় রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল গ্রেপ্তার


রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল গ্রেপ্তার


রহমত নিউজ     16 September, 2024     03:29 PM    


ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‌্যাব ৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা একটি মামলা নিয়ে র‌্যাব কাজ করছিল। এনামুল হক এই মামলার এজাহারভুক্ত আসামি। ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী নিয়ে আসার পর এনামুল হককে বাগমারা থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, নবম, দশম ও একাদশ নির্বাচনে সংসদের সদস্য ছিলেন এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক। আওয়ামী সরকারের আমলে দুর্নীতি করে তিনি কোটি কোটি টাকার মালিক হন বলে অভিযোগ রয়েছে। ঋণের নামে ব্যাংক থেকেও বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এনামুল হক আত্মগোপনে ছিলেন।