| |
               

মূল পাতা জাতীয় বন্যার্তদের মাঝে হেফাজতের ত্রাণ বিতরণ


বন্যার্তদের মাঝে হেফাজতের ত্রাণ বিতরণ


রহমত নিউজ     27 August, 2024     07:35 PM    


ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের ১১ জেলায় ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬ লাখেরও বেশি মানুষ। বন্যাকবলিত সেসব এলাকায় ত্রাণ বিতরণ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। 

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বন্যাকবলিত ফেনীতে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে হেফাজত।

জানা যায়, বন্যাকবলিত প্রত্যন্ত অঞ্চলে খাদ্য সামগ্রী, নতুন কাপড়, ঔষধ ও ভারি খাবার বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের মহাাসচিব মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমির মাওলানা মহিউদ্দীন রব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতী মনির হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি শামসুল ইসলাম জিলানী, সহকারী সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রাশেদ বিন নুর, দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ প্রমুখ।