রহমত নিউজ 27 August, 2024 06:13 PM
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের ১১ জেলায় ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬ লাখেরও বেশি মানুষ। এমতাবস্থায় বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছেন খেলাফত ছাত্র আন্দোলনের নূরিয়া শাখা।
মঙ্গলবার (২৭ আগস্ট) নোয়াখালীর সোনাইমুড়ী থানার অন্তর্গত ৪নং বারোগা ইউনিয়নে দিনব্যাপী ত্রাণ বিতরণ করেন তারা।
বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের সদস্য সচিব মুফতী আবুল হাসান কাসেমী এই প্রসঙ্গে বলেন, প্রথমিক অবস্থায় প্রায় ৫০০ পরিবারের মাঝে ১৫ আইটেমের শুকনা খাবার, শিশুখাদ্য, ভারি খাবার ও প্রয়োজনীয় পোষাক ইত্যাদি বিতরণ করছি আমরা। খেলাফত ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও কয়েক ধাপে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি বলেন, এখনো অনেক এলাকায় ত্রাণ পৌঁছেনি। যারা ত্রাণ বিতরণ করছেন, তাদের এই বিষয়ে সজাগ থাকা দরকার। স্থানীয় মানুষজনের সাথে আলোচনা করে যেসব যায়গায় ত্রাণ পৌঁছেনি, সেসব স্থানে ত্রাণ পৌঁছে দেওয়া জরুরি।
তিনি বলেন, মানুষ খুবই মানবেতর জীবনযাবন করছে। বন্যাকবলিত সেসব মানুষের দুঃখ দুর্দশা দেখলে অন্তর কেঁদে ওঠে।
জানা যায়, মুফতী আবুল হাসান কাসেমী ও খেলাফত আন্দোলনের নেতা মুফতী মামুনুর রশিদের নেতৃত্বে খেলাফত ছাত্র আন্দোলন নূরিয়া শাখার সভাপতি মিরাজুল ইসলাম মিয়াজি, সহ-সভাপতি আলী হাসান, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক ঈসা আব্দুর রহমানসহ ৮ সদস্য বিশিষ্ট্য একটি দল বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।