| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ সেন্টমার্টিন নিয়ে বিরূপ মন্তব্যকারীরা স্বাধীনতাবিরোধী: পর্যটনমন্ত্রী


সেন্টমার্টিন নিয়ে বিরূপ মন্তব্যকারীরা স্বাধীনতাবিরোধী: পর্যটনমন্ত্রী


রহমত নিউজ     06 July, 2024     07:36 AM    


সেন্টমার্টিন নিয়ে বিরূপ মন্তব্যকারীদের স্বাধীনতাবিরোধী বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, সেন্টমার্টিন নিয়ে যারা বিরূপ মন্তব্য করে, তারা বাংলাদেশের ভালো চায় না। তারা স্বাধীনতাবিরোধী চক্র।

শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজশাহীর কালেক্টরেট মাঠে তিন দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফারুখ খান বলেন, প্রধানমন্ত্রী যখন ভারত গিয়েছিলেন তখন শুধু বাংলাদেশ নয়, ভারত-নেপাল-ভুটানের কানেক্টিভিটি বাড়ানোর জন্য চেষ্টা করেছেন। কানেক্টিভিটি মানেই ডেভেলপমেন্ট, কানেক্টিভিটি মানেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন। কানেক্টিভিটি ব্যবহার করে রাজশাহী অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, রাজশাহী বিমানবন্দরের নানামুখী উন্নয়নের কাজ চলছে। এটাকে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা যায় কি না, সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

বাংলাদেশ ফেস্টিভ্যাল রাজশাহীতে বৈচিত্র্যময় রসনাসম্ভার, আমের মেলা, ঐতিহ্যবাহী রেশম শিল্প পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।