| |
               

মূল পাতা ইসলাম সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার হজ্বযাত্রী


সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার হজ্বযাত্রী


রহমত নিউজ     01 June, 2024     10:33 AM    


হজ্ব ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৩ হাজার ১৮০ জন বাংলাদেশি হজ্বযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এসব হজ্বযাত্রীর মধ্যে মারা গেছেন আট বাংলাদেশি।

শনিবার (১ জুন) সকালে হজ্বপোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, শুক্রবার রাত ২টা পর্যন্ত মোট ৫৩ হাজার ১৮০ জন হজ্বযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৯ হাজার ৪৩৩ জন। এখন পর্যন্ত হজ্বকেন্দ্রিক সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ১৩৬টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ্ব অনুষ্ঠিত হবে। হজ্বযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত হজ্বযাত্রার এ ফ্লাইট চলবে। হজ্ব শেষে ২০ জুন থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।