| |
               

মূল পাতা জাতীয় ঈদের দিন আবহাওয়া যেমন থাকবে


ঈদের দিন আবহাওয়া যেমন থাকবে


রহমত নিউজ     10 April, 2024     08:31 PM    


দিনের তাপমাত্রা বুধবার (১০ এপ্রিল) অনেকটা অপরিবর্তিতই রয়েছে। রাতেও তাপমাত্রা বাড়া বা কমার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। ওই দিন তাপমাত্রা কেমন থাকবে সেটির পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা আছে কি-না সেই পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া ঈদের দিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, বুধবার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর বলেছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঈদের দ্বিতীয় দিন শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।