| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব এক যুগ পর আজানের ধ্বনি শোনা গেলো ধ্বংস হওয়া ঐতিহাসিক সেই মসজিদে


এক যুগ পর আজানের ধ্বনি শোনা গেলো ধ্বংস হওয়া ঐতিহাসিক সেই মসজিদে


মুসলিম বিশ্ব ডেস্ক     01 April, 2024     12:29 PM    


দীর্ঘ এক যুগ পর আজানের ধ্বনি শোনা গেলো সিরিয়ার আলেপ্পোর ঐতিহাসিক উমায়াদ মসজিদ থেকে। রোববার (৩১ মার্চ) এমনটা জানিয়েছে ফ্রান্স টোয়েন্টি ফোর। ২০১২ সালে সংঘাতে বিধ্বস্ত হয়েছিলো মসজিদটি।

জানাযায়, বিধ্বস্ত মসজিদগুলো সচলের উদ্যোগ হাতে নিয়েছে সরকার সিরিয়া। এরই অংশ হিসেবে শনিবার (৩০ মার্চ) ইফতার আয়োজন করা হয় সেখানে। আলেপ্পোর বিভিন্ন এলাকা থেকে একত্রিত হন প্রায় দেড় হাজার মানুষ। মসজিদ প্রাঙ্গনে ধ্বংসস্তূপের মাঝেই ইফতার ও নামাজ আদায় করেন মুসল্লিরা।

২০১১ সালের দিকে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায়। সরকার ও বিদ্রোহীদের সংঘাতে অস্থিতিশীল হয়ে পড়ে দেশটি। পরে ২০১২ সালে সংঘাতে বিধ্বস্ত হয় আলেপ্পোর ঐতিহাসিক উমায়াদ মসজিদ। এসময় দেশটির তিন ভাগের এক ভাগ মসজিদ ধ্বংস হয় । ২০১৬ সালে সিরিয়ার বর্তমান সরকার আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়ার পর সংস্কারের উদ্যোগ নেয়া হয় । এতে অর্থ সহায়তা দিয়েছে চেচনিয়ার সরকার।