| |
               

মূল পাতা জাতীয় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হবে ৩৯ হাজার টন পেয়াঁজ


সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হবে ৩৯ হাজার টন পেয়াঁজ


রহমত নিউজ     05 March, 2024     01:01 PM    


চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ মার্চ) সকালে সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সোমির ঘোষ এতথ্য নিশ্চিত করেন।

এ বন্দরের ৩১ জন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করতে পারবেন।

সোমির ঘোষ জানান, পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন সোনামসজিদ স্থলবন্দরের ৩১ জন আমদানিকারক। তারা ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। তবে কবে নাগাদ পেঁয়াজ আমদানি শুরু হতে পারে তা নিশ্চিত করতে পারেননি এ কর্মকর্তা।

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে ১০৫-১১০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে যা আমদানি শুরু হলে কমতে শুরু করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।