| |
               

মূল পাতা জাতীয় শুরু হলো বিশ্ব ইজতেমা, মুসল্লিদের ঢল


চিত্রগ্রহণ: সাজ্জাদ হোসাইন

শুরু হলো বিশ্ব ইজতেমা, মুসল্লিদের ঢল


রহমত নিউজ     02 February, 2024     08:28 AM    


গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজরের পর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার ৫৭ তম আসর। ইতোমধ্যে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের ঢল নেমেছে। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমার মাঠ।  অনেকেই আশ্রয় নিচ্ছেন সড়কে।

ইজতেমায় যোগ দিতে তিন দিন আগে থেকেই আসতে শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা। বেশিরভাগ মুসল্লি চলে আসায় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বয়ান শুরু করে ইজতেমা আয়োজকেরা। যদিও রাতে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় মুসল্লিদের। তবে বৃষ্টির স্বাভাবিকভাবেই দেখছেন আগত মুসল্লিরা।

শুক্রবার ফজর নামাজের পর বয়ান করেন– মাওলানা আহম্মেদ বাটলার। সকাল ১০টায় তালিম করবেন মাওলানা জিয়াউল হক। জুমার নামাজ পড়াবেন মাওলানা যোবায়ের। জুমার নামাজের পর বয়ান করবেন জর্ডানের ওমর খতিব। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ লাট। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এভাবেই প্রতিদিন পর্যায়ক্রমে শীর্ষস্থানীয় মুরুব্বিরা বয়ান করবেন।