| |
               

মূল পাতা আন্তর্জাতিক এশিয়া স্বাধীন ফিলিস্তিনের শর্তে ইসরাইলকে স্বীকৃতি দেবে সৌদি আরব


ফাইল ছবি

স্বাধীন ফিলিস্তিনের শর্তে ইসরাইলকে স্বীকৃতি দেবে সৌদি আরব


রহমত নিউজ     16 January, 2024     10:40 PM    


ফিলিস্তিন সমস্যার সমাধান হলে সৌদি আরব ইসরাইলকে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

ফিলিস্তিনি সঙ্ঘাতের সমাধানের পর সৌদি আরব ইসরাইলকে বৃহত্তর চুক্তির অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।

প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ‘আমরা স্বীকার করি যে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরাইলকেও অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু সেটির একটিই মাত্র পথ। তা হলো, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের মাধ্যমে ফিলিস্তিনিদের শান্তি নিশ্চিত করতে হবে।

প্রিন্স ফয়সাল আরো বলেন, অবশ্য আমরা এমন কিছুর জন্য মার্কিন প্রশাসনের সাথে কাজ করছি। গাজার বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি আরো প্রাসঙ্গিক হয়ে ওঠবে।

গত ৭ অক্টোবর চলমান গাজা ‍যুদ্ধ শুরু হওয়ার আগে ইসরাইল-সৌদি সম্পর্ক স্বাভাবিকীকরণের ইঙ্গিত দিয়েছিল। পরে গাজা যুদ্ধ তাদের ওই পরিকল্পনাকে স্থগিত করে দেয়। রিয়াদের ঘনিষ্ঠ দু’টি সূত্র রয়টার্সকে এই তথ্য দিয়েছে।