| |
               

মূল পাতা জাতীয় নিহত দুই বাংলাদেশীর লাশ ১৪ দিন পর ফেরত দিলো বিএসএফ


নিহত দুই বাংলাদেশীর লাশ ১৪ দিন পর ফেরত দিলো বিএসএফ


রহমত নিউজ     31 December, 2023     12:57 PM    


নিহত দুই ব্যক্তির লাশ হস্তান্তরের সময় বিএসএফ এবং বিজিবির সদস্যরা। চুয়াডাঙ্গার বারাদী সীমান্তে গুলিতে নিহত দুই বাংলাদেশীর লাশ ১৪ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার সন্ধ্যায় দামুড়হুদার বারাদী সীমান্তে পতাকা বৈঠক করে লাশ ফিরিয়ে দেয় বিএসএফ।

নিহতরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৮) ও শরিয়তুল্লাহর ছেলে খাজা মইনউদ্দিন (৩০)।

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য আব্দুর  রহমান জানান, গত ১৬ ডিসেম্বর রাতে সাজেদুর ও মইনউদ্দিন বারাদী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে।

তারা দুজনই গরু ব্যবসায়ী। ওই রাতেই তারা ভারতের কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে মারা যান।

চুয়াডাঙ্গার দর্শনা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, শনিবার সন্ধ্যার আগে দুই দেশের সীমান্তরক্ষী বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ৮২ মেইন পিলারের ২৬ সাব পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লাশ হস্তান্তরের পর রাতে নিহতের লাশ ছয়ঘরিয়া গ্রামে নিজেদের বাড়িতে পৌছে দেওয়া হয়।