| |
               

মূল পাতা আন্তর্জাতিক এশিয়া নতুন স্বর্ণের খনির সন্ধান পেল সৌদি আরব


নতুন স্বর্ণের খনির সন্ধান পেল সৌদি আরব


রহমত নিউজ     30 December, 2023     12:22 AM    


সৌদি আরবের মাইনিং কোম্পানি দেশটির মানসুরা মাসারাহ স্বর্ণের খনির দক্ষিণে একাধিক স্বর্ণের মজুত পাওয়ার কথা জানিয়েছে। যা এই অঞ্চলে স্বর্ণের খনির সম্প্রসারণের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে স্বর্ণের নতুন খনির সন্ধান পেয়েছে কোম্পানিটি। এগুলো মাইনিং কোম্পানিটির বিদ্যমান মানসুরা মাসারাহ স্বর্ণের খনির দক্ষিণে অবস্থিত। স্বর্ণের খনির সন্ধানে তারা ২০২২ সালে ১০০ কিলোমিটার উপত্যকা এলাকায় ব্যাপক অনুসন্ধান কার্যক্রম শুরু করার পর প্রথমবারের মতো স্বর্ণের মজুত পাওয়া গেল।

মাইনিং কোম্পানি জানায়, সেখানে উচ্চ ঘনত্বের সোনা পাওয়ার সম্ভাবনা ব্যাপক উজ্জ্বল। মানসুরা মাসারাহ এর নিচে ৪০০ মিটার দূরে দুটি এলোমেলো ড্রিলিং সাইট রয়েছে। যার একটিতে প্রতি টন খনিজে ১০ দশমিক চার গ্রাম এবং অন্যটিতে ২০ দশমিক ৬ গ্রাম উচ্চ গ্রেডের স্বর্ণের উপস্থিতি লক্ষ্য করা গেছে।