| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন ভোটারদের ভয়-ভীতি দেখালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে : ইসি রাশেদা


ভোটারদের ভয়-ভীতি দেখালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে : ইসি রাশেদা


রহমত নিউজ     28 December, 2023     01:07 PM    


নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, যদি কেউ ভোটারদের ভয়-ভীতি বা হুমকি-ধামকি দেয় তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আইনশৃঙ্খলাক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন জটিল কাজ। সবাই সহযোগিতা করে সফল করা উচিত। কারো একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যারা এ কাজে জড়িত তাদেরকে সৎ, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এবারই প্রথম ভোটারদের জন্য নতুন আইন করা হয়েছে। ভোটারদের কোন ভয় নেই। তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে। তাই ভোটারদের হুমকি দিলে প্রশাসন জানা মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।