| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল নির্বাচনের নামে তামাশা বন্ধের দাবি ইসলামী আন্দোলনের


নির্বাচনের নামে তামাশা বন্ধের দাবি ইসলামী আন্দোলনের


রহমত নিউজ     22 December, 2023     07:39 PM    


ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নির্বাচনের নামে তামাশা বন্ধ করুন। বিতর্কিত সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারে অধীনে নতুন নির্বাচন দিন। নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে যুগোপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়ন করুন। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত জাতিসত্তা বিরোধী শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও নির্বাচন বাতিলের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আগামী ২৬ ডিসেম্বর একতরফা পাতানো নির্বাচনী তফসিল বাতিল এবং নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন করতে হবে। অন্যথায় সব জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়া হবে। 

এসময় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। আরও বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইদুল হাসান সিয়াম, ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সভাপতি ইউসুফ পিয়াস, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাফিজুল হক ফাইয়াজ, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. মশিউর রহমান, অধ্যাপক নাসির উদ্দীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মাহমুদূর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমুখ।