| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনে ২৭ দল, লড়বেন ১৮৯৬ প্রার্থী


নির্বাচনে ২৭ দল, লড়বেন ১৮৯৬ প্রার্থী


রহমত নিউজ     18 December, 2023     10:40 AM    


প্রতীক বরাদ্দের পর আজ (১৮ ডিসেম্বর) সোমবার থেকেই শুরু হচ্ছে নির্বাচনি প্রচার-প্রচারণা। এবার নির্বাচনে লড়ছেন ২৭ রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১ হাজার ৮৯৬ জন। রোববার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

২৭ দলের ১৮৯৬ প্রার্থীএর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীরা ২৬৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিরোধী দল জাতীয় পার্টিকে (জাপা) ২৬টি ও ১৪ দলের শরিকদের ছয়টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ।

ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, এবার নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন দুই হাজার ৭১৬ প্রার্থী। রিটার্নিং অফিসের যাচাই-বাচাই শেষে বাতিল হয়েছে ৭৩১ জন। নির্বাচন কমিশনে আপিল ৫৬০টি। আপিল মঞ্জুর হয়েছে ২৮৬টি। নামঞ্জুর হয়েছে ২৭৪টি। আজকে (গতকাল) প্রত্যাহার হয়েছে ৩৪৭টি।

আরপিও ১৬-এর ২ অনুচ্ছেদ অনুযায়ী স্থগিত আছে পাঁচটি। এখন প্রত্যাহার শেষে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬। এবার নির্বাচনে নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। বৈঠকে আগামী ২৯ ডিসেম্বর থেকে সেনা মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।