| |
               

মূল পাতা রাজনীতি জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়াবে না জাতীয় পার্টি: চুন্নু


ফাইল ছবি

নির্বাচন থেকে সরে দাঁড়াবে না জাতীয় পার্টি: চুন্নু


রহমত নিউজ     11 December, 2023     02:01 PM    


নির্বাচন থেকে জাতীয় পার্টির (জাপা) সরে আসার আপাতত কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, প্রতীক বরাদ্দের আগে সংগঠন গোছানোর কাজ চলবে।  

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

চুন্নু জানান, কেন্দ্রে ভোটার আনার বিষয়ে ক্ষমতাসীন দলের ভূমিকা বেশি। সে ক্ষেত্রে ভোটের পরিবেশ নিশ্চিতে নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের সঙ্গে আলোচনা চলবে। তবে আসন ভাগাভাগি নিয়ে কারও সঙ্গে সমঝোতা হবে না।  এ পর্যন্ত আপিল করে জাতীয় পার্টির আরও ৩ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন বলেও জানান জাপা মহাসচিব।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিরোধী ভোটারের সংখ্যা বেশি। ভোটাররা কেন্দ্রে আসলে এই সরকারকে হারিয়ে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হতে পারবে জাতীয় পার্টি। তবে এজন্য ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে হবে।