| |
               

মূল পাতা রাজনীতি দেশের মাত্র ৪ থেকে ৫ ভাগ ডাক্তার গবেষণায় যুক্ত থাকেন : এবিএম আবদুল্লাহ


দেশের মাত্র ৪ থেকে ৫ ভাগ ডাক্তার গবেষণায় যুক্ত থাকেন : এবিএম আবদুল্লাহ


রহমত নিউজ ডেস্ক     03 December, 2023     12:26 PM    


দেশের চিকিৎসাখাতকে এগিয়ে নিতে গবেষণাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে ইমেরিটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, চিকিৎসা গবেষণায় আমরা অনেকটাই পিছিয়ে, কারণ হলো আমাদের চিকিৎসকরা অনেকটাই গবেষণা বিমুখ। দেশের মাত্র ৪ থেকে ৫ ভাগ ডাক্তার গবেষণায় যুক্ত থাকেন।

শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের (বিএসএম) উদ্যোগে প্রথমবারের মতো গবেষণা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব এ আহ্বান জানান। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. টিটো মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, অধ্যাপক আহমেদুল কবীর, স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন প্রমুখ।

ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, চিকিৎসা গবেষণায় এতো কম সংখ্যক চিকিৎসক থাকলে চিকিৎসা ব্যবস্থার কখনোই অগ্রগতি হবে না। এজন্য আমাদেরকে গবেষকের সংখ্যা আরও বাড়াতে হবে। এমনকি প্রধানমন্ত্রী নিজেই সবসময় গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। গবেষণায় চিকিৎসকদের সংখ্যা কম হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ আমাদের দেশে অনেক সংখ্যক রোগী। ফলে রোগী দেখবো কখন, ক্লাস নেবো কখন আর রিসার্চ করবো কখন। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের চিকিৎসাখাতকে এগিয়ে নিতে গবেষণা কর্মকে প্রাধান্য দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।