| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘জনগণের সমর্থন হারিয়ে সরকার দিশেহারা হয়ে পড়ছে’


‘জনগণের সমর্থন হারিয়ে সরকার দিশেহারা হয়ে পড়ছে’


রহমত নিউজ ডেস্ক     27 November, 2023     06:48 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনকে বৈধ করার জন্যে নিজেদের মধ্যেই ডামি প্রার্থী সৃষ্টি করে নির্বাচনী বৈতরণি পার পাবে না সরকার। আন্তর্জাতিক মহল বারবার সতর্ক করার পরও সরকার গোঁয়ার্তুমির পথ পরিহার করে নির্বাচনকে অংশগ্রহণমূলক না করে একপেশে নির্বাচন করার পথে এগোচ্ছে। এতে দেশ বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় পড়বে বলে অর্থনীতিবিদগণ আশঙ্কা প্রকাশ করছেন। সরকার জনগণের সমর্থন হারিয়ে দিশেহারা হয়ে পড়ছে। বড় রাজনৈতিক দলগুলোর দাবির প্রতি তোয়াক্কা না করে একতরফা নির্বাচন আত্মঘাতির শামিল। নির্বাচনের পরিবেশ তৈরি এবং নির্বাচনকালীন সরকারের রূপরেখা তৈরি না করে একতরফা নির্বাচন দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যাবে।

আজ (২৭ নভেম্বর) সোমবার বিকেলে পল্টনস্থ কার্যালয়ে দেশের চলমান সঙ্কটজনক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা নুরুল ইসলাম আল আমিন, অধ্যাপক নাসির উদ্দিন খান, শরিফুল ইসলাম রিয়াদ, শহিদুল ইসলাম কবির প্রমূখ।