| |
               

মূল পাতা জাতীয় ‘দেশের ৭৭ শতাংশ পরিবারে মৌলিক পয়ঃনিষ্কাশন সুবিধা রয়েছে’


আইসিডিডিআরবি ও বি-স্ক্যানের যৌথ সমীক্ষার ফলাফল

‘দেশের ৭৭ শতাংশ পরিবারে মৌলিক পয়ঃনিষ্কাশন সুবিধা রয়েছে’


রহমত নিউজ     19 November, 2023     02:10 PM    


দেশের ৭৭ শতাংশ পরিবারে মৌলিক পয়ঃনিষ্কাশন সুবিধা রয়েছে। তবে এসব পরিবারের বেশিভাগেরই অবকাঠামোগত প্রতিবন্ধী-বান্ধব বৈশিষ্ট্যের অভাব রয়েছে। ৯৭ শতাংশ পরিবারে হুইলচেয়ার-বান্ধব প্রবেশপথের অভাব, ৯৭ শতাংশ পরিবারে কমোডের অভাব এবং ৭৪ শতাংশ পরিবারে পানি ও হাত ধোয়ার সামগ্রীর সহজ প্রাপ্যতার অভাব রয়েছে। ফলে প্রায় ২৫ শতাংশ প্রতিবন্ধী এবং বয়স্ক ব্যক্তি শৌচাগার ব্যবহারের সময় মলমূত্রের সংস্পর্শে আসেন।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের (বি-স্ক্যান) যৌথ আয়োজনে প্রকাশিত এক সমীক্ষার ফলাফলে এ চিত্র উঠে এসেছে। শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর ডেইলি স্টার সেন্টারে ‘দেশব্যাপী প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধিবিষয়ক সমীক্ষার ফলাফল উপস্থাপন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত দেশের ৮টি বিভাগের ৩২টি জেলায় এই সমীক্ষা কার্যক্রম চালানো হয়েছে।

বৈঠকে জানানো হয়, গবেষণায় প্রতিবন্ধী ব্যক্তিদের শনাক্ত করতে শহর ও গ্রামের ৬ হাজার ৪৫৭ পরিবারের ১৭ হাজার ৫৭৭ জনকে স্ক্রিনিং করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ৫৯ বছর কিংবা এর চেয়ে কম বয়সীদের প্রতিবন্ধিতার হারের (৫ দশমিক ২ শতাংশ) তুলনায় ৭০ বছর বা এর চেয়ে বেশি বয়সীদের মধ্যে প্রতিবন্ধিতার হার (৪৭ শতাংশ) উল্লেখযোগ্যভাবে বেশি। প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের পয়ঃনিষ্কাশনবিষয়ক সমস্যা এবং সম্ভাব্য সমাধান চিহ্নিত করতে ২ হাজার ৩৭৮ জন প্রতিবন্ধী ও স্বাভাবিক ব্যক্তি নিয়ে একটি পূর্ণাঙ্গ জরিপ চালানো হয়।

গবেষণায় উঠে আসে, বাংলাদেশে প্রতিবন্ধিতার হার আট শতাংশ। এর মধ্যে পুরুষ সাত শতাংশ এবং নারী নয় শতাংশ। তবে ৫৯ কিংবা এর চেয়ে কম বয়সীদের প্রতিবন্ধিতার হারের ৫ দশমিক ২ শতাংশ। ৭০ বা ততোর্ধ্ব বয়সীদের মধ্যে প্রতিবন্ধিতার হার ৪৭ শতাংশের বেশি। জরিপে অংশ নেওয়া ৪৮ শতাংশ ব্যক্তি জানিয়েছেন, তারা পানি সংগ্রহে অসুবিধার মুখে পড়েন। ১৪ শতাংশ বাড়িতে নিজে পানি নিয়ে খেতে পারেন না। এর কারণ হিসেবে ৯০ শতাংশের বেশি ব্যক্তি শারীরিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন। ১৬ শতাংশ অন্যের ওপর নির্ভরশীলতার কথা বলেছেন।

আইসিডিডিআর,বি-র অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট মাহবুব উল আলম বলেন, এই গবেষণার ফলাফলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিবন্ধী এবং বয়স্ক ব্যক্তিদের নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) বিষয়ক সুযোগ প্রাপ্তির ক্ষেত্রে সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পক্ষে কাজ করবে। যা কেবল অবকাঠামোগত পরিবর্তনই নয়, বরং বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন প্রয়োজন এবং বাধা মোকাবিলা করে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে সার্বিক সহায়তা করবে।