মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ আ. লীগের ইশতেহারে যা যা প্রাধন্য পাচ্ছে, জানালেন কৃষিমন্ত্রী
রহমত নিউজ 14 November, 2023 04:06 PM
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে দুটি বিষয় বিশেষভাবে প্রাধন্য পাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (১৪ নভেম্বর) নিউজ২৪ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী বলেন, এবারের ইশতেহারে শিল্প ও কর্মসংস্থানে বিষয়টি গুরুত্ব পাবে। সেইসাথে এমআরটি প্রকল্প সম্প্রসারণ, বেশ কিছু রাস্তা তৈরি করার বিষয়গুলোও উল্লেখ থাকবে।
মন্ত্রী বলেন, সেভাবে আমাদের স্লোগান থাকবে এবার। স্লোগানে স্মার্ট বাংলাদেশের সাথে যুক্ত হচ্ছে উন্নয়ন ও কর্মসংস্থানের বিষয়টি। এসময় সংবিধান মেনে বিএনপি আলোচনায় আসলে আলোচনা হতে পারে বলেও জানান কৃষিমন্ত্রী।