| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন আগামী সপ্তাহেই হতে পারে তফসিল: ইসি আনিসুর


আগামী সপ্তাহেই হতে পারে তফসিল: ইসি আনিসুর


রহমত নিউজ     10 November, 2023     08:11 PM    


‘আগামী সপ্তাহে তফসিল হয়ে যেতে পারে' বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। তিনি বলেন, নির্বাচন একেবারে কাছে। আগামী সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে কমিশন।

আজ (১০ নভেম্বর) শুক্রবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

আনিসুর রহমান বলেন, 'নির্বাচন একেবারে কাছে। আগামী সপ্তাহে তফসিল হয়ে যেতে পারে।'

এর আগে গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন খুব শিগগিরই তফসিল ঘোষণা করবে। তিনি নির্বাচন নিয়ে সরকার ও সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, বর্তমান সংসদের মেয়াদ ২৯ জানুয়ারি শেষ হচ্ছে। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে যেকোনো সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও বিভাগীয় কমিশনারসহ মোট ১১৪ জনের প্রশিক্ষণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।