| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন তফসিল ঘোষণার মতো পরিবেশ সম্পূর্ণরূপে রয়েছে : ইসি সচিব


তফসিল ঘোষণার মতো পরিবেশ সম্পূর্ণরূপে রয়েছে : ইসি সচিব


রহমত নিউজ ডেস্ক     08 November, 2023     03:57 PM    


নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ সম্পূর্ণরূপে রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনে বদ্ধপরিকর ইসি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বারবার বলেছেন। নির্বাচনের তফসিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। তবে এ-সংক্রান্ত সভা এখনো অনুষ্ঠিত হয়নি। নভেম্বর মাসের প্রথমার্ধের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হতে পারে। সে হিসাবে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ (৭ নভেম্বর) বুধবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার এ সাক্ষাতের সূচি রয়েছে। রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতিসংক্রান্ত সব ধরনের অগ্রগতি বিষয়ে তা অবহিত করবে কমিশন। প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির পরামর্শ ও নির্দেশনা থাকলে তা কমিশন শুনবে।

তিনি আরো বলেন,  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা আহ্বানে সাড়া দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ ও এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট) সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছা প্রকাশ করেছে। এর মধ্যে ১৯ নভেম্বর কমনওয়েলথ সেক্রেটারিয়েটের প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের চার সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে করবে। সংস্থাগুলোর মধ্যে আগামী ১৯ নভেম্বর কমনওয়েলথের প্রাক নির্বাচনী মূল্যায়ন দলের সঙ্গে ইসির সভা নির্ধারিত হয়েছে। এছাড়া অন্য দুটি সংস্থা থেকে এরই মধ্যেই প্রাক নির্বাচনী মূল্যায়ন দল বাংলাদেশে এসেছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সভা করেছে।