| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল স্বৈরাচার সরকার পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে: মাওলানা ইমতিয়াজ


স্বৈরাচার সরকার পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে: মাওলানা ইমতিয়াজ


রহমত নিউজ     31 October, 2023     05:50 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, ফ্যাসিবাদি আওয়ামী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়েছে। পুলিশকে লেলিয়ে দেয়া হয়েছে আন্দোলনকামী জনতার ওপর। অতি উৎসাহী পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ মারছে। রাষ্ট্রের পয়সায় কেনা অস্ত্র আজ রাষ্ট্রের নাগরিকদের ওপর ছোঁড়া হচ্ছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) আগামী ৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে আরও বক্তব্য রাখেন সহসভাপতি আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, প্রচার সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, দফতর সম্পাদক আলহাজ ফজলুল হক মৃধা,  আলহাজ নজরুল ইসলাম খোকন, এম এম শোয়াইব, মুহাম্মদ কামাল হোসাইন, মওলানা জিয়াউল আশরাফ, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মুফতি আবদুল আহাদ, মুহাম্মদ নাজিমুদ্দিন, মুফতি আল-আমিন এহসান, মুহাম্মদ তাজওয়ার, মুফতি আখতারুজ্জামান ও এডভোকেট মনির হোসাইন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আরও বলেন, দেশে বিদ্যমান অনেক সঙ্কটের পাশাপাশি সরকার সারাদেশে হামলা, মামলা, গ্রেফতার, বাসাবাড়িতে তল্লাসির নাম ভাংচুর করে নতুন সঙ্কট তৈরি করছে। মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে ফ্যাসিস্ট সরকার আবার নির্বাচনী বৈতরণী পার হবার লিপ্সায় মেতে ওঠেছে। দ্রব্যমূল্যের আকাশচুম্বী মূল্যে দেশের মানুষ দিশেহারা হলেও সরকার দিশেহারা ক্ষমতা কুক্ষিগত করার কাজে। স্বৈরাচার এ জালেম সরকারের জনতার প্রতি কোনো দরদ নেই। এদের নেশা শুধুই ক্ষমতা।

গণমানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার জন্যে তিনি আগামি ৩ নভেম্বর শুক্রবার ঢাকার রাজপথে সকলকে নেমে আশার আহ্বান জানিয়ে বলেন, সমাবেশে কোনো ধরনের বাধার সৃষ্টি হলে সকল দায়ভার সরকারকেই বহন করতে হবে।