| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল রাজধানীতে খেলাফত আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত


রাজধানীতে খেলাফত আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত


রহমত নিউজ     21 October, 2023     07:18 PM    


অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, আলেম-উলামাদের উপর হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিনে মুসলমানদের উপর দখলদার ইসরাইলের সন্ত্রাসী হামলা বন্ধের দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

শনিবার (২১ অক্টোবর ) বিকাল তিনটায় বায়তুল মোকাররমের উত্তরগেট সংলগ্ন সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। তিনি বলেন, খেলাফত আন্দোলনের আজকের এই সমাবেশ ফিলিস্তিনের পক্ষে, দখলদার ইসরাঈলি আগ্রাসনের বিরুদ্ধে। নিরীহ ফিলিস্তিনিদের উপর ইহুদীদের অত্যাচার, নৃশংস ও বর্বরোচিত আক্রমণ সারা পৃথিবীর শান্তিকামী মানুষ মেনে নিতে পারে না। অতএব সরকার যেমনিভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান ব্যক্ত করেছে ঠিক তদ্রুপ  সব ধরনের সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন,  দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি জনগণ সহ্য করতে পারছে না। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে অবিলেম্ব কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। বাংলাদেশের জনগণ আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে দেখতে চায়। অতএব নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের ব্যবস্থা করুন। এদেশের অনেক আলেম-উলামাকে বিনা কারণে জেলে আটকে রাখা হয়েছে। তাদের উপর চলমান জুলুম আল্লাহ তা’আলাও সহ্য করবেন না। অবিলম্বে আলেম-উলামাদের মুক্তি দিয়ে তাদের দোয়া নেয়ার ব্যবস্থা করুন।

খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান ও মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল হাসান কাসেমীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা সাইদুর রহমান, সহকারী মহাসচিব আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, দাওয়াত ও তাবলীগ সম্পাদক মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, শিক্ষাদীক্ষা সম্পাদক মাওলানা এহতেশামুল হক উজানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: মোফাচ্ছির হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতী আফম আকরাম হোসাইন, দফতর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম জামালী, ঢাকা বিভাগীয় সমন্বকারী মৌলভী আব্দুর রকীব,  মাওলানা গাজী ইউসূফ,  বীর মুক্তিযোদ্ধা ক্বারী মাসউদুল হক্ব, মাওলানা শেখ সাদী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন বকুল, মাওলানা সুলতান আহমদ,মুফতী মোশাররফ হোসাইন রায়পুরী, মুফতী জসীম উদ্দীন, খেলাফত যুব আন্দোলনের সিনিয়র সহসভাপতি গাজী আব্দুর রহীম, খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ প্রমূখ।

সমাবেশে খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, বাংলাদেশের সেনাবাহিনী সারাবিশ্বে প্রশংসিত। ফিলিস্তিনের মুসলমানদের পাশে যেন বাংলাদেশ সেনাবাহিনী দাঁড়াতে পারে সেজন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। বর্তমান সরকার দ্রব্যমূল্য কমানোসহ নানা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু তারা একটা কথাও রক্ষা করতে পারেনি। জনগণের দু:খকষ্ট যারা বুঝতে পারেনা তারা কখনও নিজেদেরকে জনগণের সরকার দাবি করতে পারে না। রাতের আধারে ভোট করে যে সরকার ক্ষমতায় আসে তা বৈধ সরকার নয়। মদীনা সনদে রাষ্ট্র পরিচালনার কথা বলে তারা আলেম-উলামাদের উপর নির্যাতন চালাচ্ছে। সরকারকে বলব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, আলেম-উলামাদের আগামী নির্বাচনের আগেই মুক্তি দিন। অন্যথায় আপনারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।

মাওলানা সাঈদুর রহমান বলেন, নিরীহ ফিলিস্তিনীদের উপর আগ্রাসন চালাচ্ছে অবৈধ রাষ্ট্র ইসরাইল। আর তাদের মদদ দিচ্ছে দাজ্জালী রাজত্বের মোড়ল আমেরিকা। বাংলাদেশের জনগণের উপর ঝেঁকে বসেছে এক অবৈধ সরকার। এই দুই সংকটই একই সূত্রে গাঁধা। আজ আমাদেরকে একথা স্পষ্ট করতে হবে আমরা দাজ্জালী শাসনের পক্ষে নাকি ইমানদারদের শাসনের পক্ষে। যারা মনে করেন দাজ্জালী শাসনের মোড়ল আমেরিকা তাদেরকে ক্ষমতায় বসাবে তারা বোকার স্বর্গে বাস করছেন। তারা সব জায়গায় তাদের গোলামী করবে এমন লোকদের ক্ষমতায় বসাতে চায়।

মুফতী সূলতান মহিউদ্দীন বলেন, স্বাধীনতার ৫০ বছর অতিবাহিত হওয়ার পরও দেশের জনগণের ভোট, ভাত ও বসবাসের অধিকারসহ কোন অধিকারই সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। এদেশের মানুষ আওয়ামীলীগের শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে, বিএনপির শাসন দেখেছে কিন্তু শান্তির দেখা পায়নি। একমাত্র খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমেই মানুষের অধিকার প্রতিষ্ঠা, শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আন্তর্জাতিক আইন লংঘন করে সন্ত্রাসী ইসরাইল ফিলিস্তিনে নারী,শিশুসহ নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। আন্তর্জাতিক আদালতে ইসরাইল নামক সন্ত্রাসী রাষ্ট্রটির বিচার করতে হবে।