| |
               

মূল পাতা জাতীয় গাজায় হামলার সম্মিলিত প্রতিবাদ জানাতে রাষ্ট্রীয় সভার আহ্বান


গাজায় হামলার সম্মিলিত প্রতিবাদ জানাতে রাষ্ট্রীয় সভার আহ্বান


রহমত নিউজ     18 October, 2023     08:56 PM    


হেফজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, পশ্চিমা বিশ্বের সমর্থনপুষ্ট ইজরাইল সরকার ফিলিস্তিনের গাজায় হাসপাতালে হামলা চালিয়ে শত শত বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় আমরা ‘বাকরুদ্ধ’ হয়ে পড়েছি। আমরা এই বর্বরোচিত হামলার ঘটনায় কঠোর নিন্দা এবং হতাহত মজলুমদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ব দরবারে মানব নিধনের এই জঘন্য ঘটনার সম্মিলিত প্রতিবাদ জানাতে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সব ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনকে নিয়ে এক রাষ্ট্রীয় সভার আয়োজন করুন। সেখানে সকলের বক্তব্য শুনে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ব সভাকে জানিয়ে দিন, বাংলাদেশ এই গণহত্যার অবসান এবং এর দৃষ্টান্তমূলক বিচার চায়।

আজ (১৮ অক্টোবর) বুধবার সন্ধ্যায় হেফাজতের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন,শত বছরের নিষ্ঠুরতার শিকার প্যালেস্টাইনের মানুষের প্রতিবাদের শেষ আশ্রয়স্থল গাজা ছিটমহলের দিকে আমি দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি। ৭৫ বছর ধরে মজলুম ফিলিস্তিনিদের উপর ইয়াহুদীবাদী দখলদার ইজরাইল যে গণহত্যা চলাচ্ছে, তা আজ গাজা উপত্যকায় কেন্দ্রীভূত হয়েছে। নির্বিচারে লক্ষ লক্ষ মিসাইল ছোঁড়া হচ্ছে শিশু, নারী, বৃদ্ধ ও পঙ্গু বেসামরিক মানুষের উপর। পশ্চিমা সভ্যতার নামে যারা বিশ্ব শাসন করছে, তাদের প্রত্যক্ষ সমর্থনে তেইশ লক্ষ গাজাবাসির উপর চলছে নিষ্ঠুর গণহত্যা। এভাবে নির্বিচারে পশুও হত্যা করে না মানুষ! বিশ্ববাসীর চোখের সামনে চলমান এই পৈশাচিকতা, বর্বরতা, গণহত্যা অবিলম্বে বন্ধ করুন। হেফাজতের প্রতিটি সদস্য ও সকল সমর্থক তীব্র ভাষায় এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এটা মানবতা বিরোধী অপরাধ। দুনিয়ার বুকে এ গণহত্যার বিচার হতে হবে। একই সাথে এই নিষ্ঠুর অপরাধের বিচার চেয়ে বাংলাদেশের সকল আলেম-উলামা ও তাওহিদী জনতা মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে ফরিয়াদ জানাচ্ছি।