| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি


স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি


রহমত নিউজ     15 October, 2023     09:59 PM    


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশের আঞ্চলিক, জেলা, উপজেলা বা থানা পর্যায়ের নির্বাচন কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৫ অক্টোবর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে ইতোমধ্যে চিঠিটি পাঠানো হয়েছে। নির্বাচনি মালামালগুলো যেহেতু স্থানীয়ভাবে এসব অফিসে রাখা হবে, সেক্ষেত্রে নিরাপত্তা জোরদার করাও প্রয়োজন।

ইসি সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা, ব্যালট বাক্স, ব্যালট পেপার ও বিভিন্ন প্রকারের গুরুত্বপূর্ণ নির্বাচনী মালামাল নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস, প্রতিটি জেলা নির্বাচন অফিস, প্রত্যেক উপজেলা নির্বাচন অফিস এবং মেট্রোপলিটন এলাকায় থানা নির্বাচন অফিসে সংরক্ষণ করা হবে। এ অবস্থায় নির্বাচনের আগে এসব অফিসের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছে ইসি।

এদিকে, রোববার নির্বাচন ভবনে সাংবাদিকেদর এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর যেন পুরোনো মামলায় কাউকে গ্রেপ্তার করা না হয়।

তিনি বলেন, কারও বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স থাকলে নির্বাচনের আগে গ্রেপ্তার করুন। তফসিল ঘোষণার পর যেন গ্রেপ্তার করা না হয়।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। সেই হিসেবে নির্বাচনের আর আড়াই মাস বাকি রয়েছে।