রহমত নিউজ ডেস্ক 12 October, 2023 06:20 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, জালেম ইসরাইলী সৈন্যরা গাজায় জরুরি চিকিৎসা ও খাদ্য সামগ্রী নিয়ে কোন স্বেচ্ছাসেবী দলকে ঢুকতে দিচ্ছে না। এই মুহূর্তে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের সাহায্যে এগিয়ে আসা বিশ্ব মুসলিমের জন্য অপরিহার্য হয়ে পড়েছে।
আজ (১২ অক্টোবর) বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী স্বাক্ষরিত এক বিবৃতি তিনি এসব কথা বলেন।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, দখলদার ইসরাইল ফিলিস্তিনে নির্বিচারে নিরপরাধ নাগরিকদের উপর হত্যা চালাচ্ছে। হামাসকে নির্মূল করার নামে উপর্যুপরি বোমা হামলা করে গাজা উপত্যকাকে ধ্বংসস্তুপে পরিণত করেছে ইসরাইল। জাতিসংঘের হিসেব মতে গত কয়েকদিনে ২ লক্ষ ৬০ হাজার ফিলিস্তিনী বাড়ীঘর হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছে বিগত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে গাজাবাসী। হতাহতের চিকিৎসা দিতে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। জ্বালানীর অভাবে একমাত্র বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গাজা ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আগামীকাল ঢাকায় বাদ জুমা বাংলাদেশ খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল ও শনিবার হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ সফল করা সহ দেশব্যাপী বিক্ষোভ পালন করার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ছেন। এই মুহুর্তে মজলুৃম মুসলমানদের জন্য সাহায্য চেয়ে মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা প্রত্যেক মুসলমানের জন্য ঈমানী দায়িত্ব। তিনি প্রত্যেক ফজরের নামাজে কুনুতে নাযেলা পাঠ করার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান তিনি।