| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি দেশের ইতিহাসে রিজার্ভের সর্বোচ্চ পতন


দেশের ইতিহাসে রিজার্ভের সর্বোচ্চ পতন


রহমত নিউজ     07 October, 2023     09:41 PM    


বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমছে। শুধু বিদায়ী সেপ্টেম্বরে যার পরিমাণ হ্রাস পেয়েছে ২ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে ১ মাসের ব্যবধানে যা সর্বোচ্চ পতন। এর আগে এত বড় ক্ষয় দেখা যায়নি। বাংলাদেশ ব্যাংকের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ২০২১ সালের আগস্টের পর থেকে দেশের বিদেশি মুদ্রার সঞ্চায়ন কমছেই। প্রতি মাসে গড়ে ১ বিলিয়ন ডলার হারে রিজার্ভ কমেছে। তবে গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো ২ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।

অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, মাত্র ১ মাসের ব্যবধানে রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার কমেছে। এটা মোটেও ভালো লক্ষণ নয়। ইতোমধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে ব্যর্থ হয়েছে সরকার। ফলে বৈশ্বিক ঋণদাতা গোষ্ঠীর প্রতিশ্রুত ঋণের দ্বিতীয় কিস্তি স্থগিত করে দেয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে দেশের রিজার্ভ বিপর্যয় আরও তীব্র হবে।

সংবাদে আরো উঠে এসেছে, রিজার্ভের এ পরিস্থিতির মধ্যেই আলোচ্য সেপ্টেম্বরে দেশের রেমিট্যান্স প্রবাহে বড় পতন দেখা গেছে। গত মাসে দেশে প্রবাসী আয় এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার। গত ৪১ মাসের মধ্যে যা সর্বনিম্ন। এরই মধ্যে রপ্তানি আয় নিম্নমুখী হয়েছে। ফলে দেশ ডলার সংকট চরম আকার ধারণ করেছে। সেই সঙ্গে খেলাপি ঋণ বেড়েছে।