| |
               

মূল পাতা জাতীয় ভিসানীতি নিয়ে ভাবছে না র‍্যাব : খন্দকার মঈন


ভিসানীতি নিয়ে ভাবছে না র‍্যাব : খন্দকার মঈন


রহমত নিউজ ডেস্ক     03 October, 2023     02:13 PM    


র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ( র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, ভিসানীতি নিয়ে ভাবছে না র‍্যাব।  সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে আমরা কাজ করে যাচ্ছি।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভিসানীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভেতরে অস্বস্তি কাজ করেছে। র‍্যাবের ভেতরে কোনো অস্বস্তি আছে কি-না? এমন প্রশ্নের উত্তরে কমান্ডার মঈন বলেন, যে ভিসানীতির কথা বলা হচ্ছে সেটি ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের ৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যেটা এখনো চলমান রয়েছে। তাই এই বিষয় (ভিসানীতি) নতুন না। আমরা মনে করি র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস জঙ্গিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। আমরা আগের মতোই কাজ করে যাচ্ছি। ভিসানীতি সুনির্দিষ্ট একটি দেশের। তারা তাদের বিবেচনায় কাজ করছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি।’

কমান্ডার মঈন বলেন, ‘এখনো চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটলে আমরা কাজ করছি। এমনকি জামাতুল আনসার আল হিন্দাল শ্বারকীয়ার মতো একটি জঙ্গি সংগঠনের মূল থেকে উপরে ফেলার কাজ র‍্যাব করছে। ভিসানীতি নিয়ে আমাদের তেমন চিন্তা নেই। আমরা আমাদের কাজ করছি।’