| |
               

মূল পাতা জাতীয় ‘বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর, ঢাকার অবস্থান ১৫তম’


‘বায়ুদূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর, ঢাকার অবস্থান ১৫তম’


রহমত নিউজ     29 September, 2023     11:54 AM    


দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে পাকিস্তানের লাহোর। একিউআই সূচকে শহরটির স্কোর ছিল ১৭৩। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৬৮। বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান ১৫তম। ঢাকার স্কোর ১১২। 

আজ (২৯ সেপ্টেম্বর) শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই এসব তথ্য জানায়। ঢাকায় গত জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

চলতি মাসে এখন পর্যন্ত এক দিন ঢাকার বায়ুর মান ‘ভালো’ ছিল। মাঝারি বা গ্রহণযোগ্য ছিল বেশ কয়েক দিন। এটা হয়েছিল মূলত বৃষ্টির কারণে। কিন্তু বৃষ্টি কমে যাওয়ায় আবার দূষণ বাড়তে শুরু করেছে। আইকিউএয়ারের দেওয়া তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) যতটা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে আট গুণ বেশি।