| |
               

মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে


পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে


আন্তর্জাতিক ডেস্ক     18 September, 2023     01:26 PM    


গত জানুয়ারি মাস থেকে চলতি মাসের ১৩ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে ৩০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। রাজ্য স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যম। রাজ্য সরকারও গতকাল রবিবার এ নিয়ে প্রথমবার মুখ খুলেছে। তারা জানিয়েছে, ঠিক এ মুহূর্তে রাজ্যে দেড় হাজার রোগী ভর্তি আছেন।

পশ্চিমবঙ্গে ডেঙ্গুর সংক্রমণ নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর এতোদিন মুখ খোলেনি। বরং আগস্ট মাসের শেষ সপ্তাহে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক বৈঠকে জেলা পর্যায়ের স্বাস্থ্য কমকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, তথ্য বের হলে তাঁদের বিরুদ্ধে সিআইডির তদন্ত হবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর ডেঙ্গু প্রশ্নে মুখে কুলুপ এঁটে বসেছিল। এর ফলে ডেঙ্গু সংক্রমণ, আক্রান্ত ও মৃতের সংখ্যা জানা যাচ্ছিল না। কিন্তু এখন ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় আর চুপ থাকতে পারেনি রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে থাকায় রাজ্যের প্রশাসনিক দায়িত্বে থাকা স্বরাস্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম রাজ্যের বিভিন্ন জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। পরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তাঁরা জানান, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে এখন ১ হাজার ৫০০ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর। সংবাদ সন্মেলনে দুই কর্মকর্তা জানান, এখন প্রতিটি মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

যদিও বেসরকারি সূত্র উল্লেখ করে সংবাদ মাধ্যম বলেছে, এই রাজ্যে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১ জনের। তবে সরকারি সূত্রে এই সংখ্যা মাত্র তিন। এর ফলে এদিন স্বরাস্ট্রসচিব গোপালিকা আরও জানান, রাজ্যের ১৬০টি সরকারি হাসপাতাল ও ৯৮টি পৌরসভার চিকিৎসাকেন্দ্রে এখনো নিয়মিত রক্ত পরীক্ষা করা হচ্ছে। তবে তিনি একথাও বলেছেন, গত বছরের তুলনায় এ বছর সংক্রমণের হার তিন গুণ বৃদ্ধি পেয়েছে।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সূত্র উল্লেখ করে সোমবার কলকাতার সংবাদ মাধ্যম জানিয়েছে, রাজ্যের ৯ লাখ মানুষের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। এখন এই রাজ্যের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ ও মালদহ জেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে।

রাজ্য স্বাস্থ্য ভবন সূত্রের উল্লেখ করে বলা হয়েছে, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই রাজ্যে ডেঙ্গু সংক্রমণের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৬ হাজার ৯২৫, নদীয়ায় ৩ হাজার ৯৬০, কলকাতায় ৩ হাজার ৪১৬, মুর্শিদাবাদে ৩ হাজার ৪০৭, হুগলিতে ২ হাজার ৬০০, হাওড়ায় ১ হাজার ৪৬৮, ঝাড়গ্রামে ১ হাজার ১১৭, মালদহে ১ হাজার ৭৩, দক্ষিণ ২৪ পরগনায় ১ হাজার ১০ এবং পশ্চিম মেদিনীপুরে ৬৬৩ জন সংক্রমিত হয়েছেন। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলায় ডেঙ্গু নিয়ে সতর্কতা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।