| |
               

মূল পাতা জাতীয় বৃষ্টির বিষয়ে যা জানালো আবহাওয়া অফিস


বৃষ্টির বিষয়ে যা জানালো আবহাওয়া অফিস


রহমত নিউজ     09 August, 2023     11:03 PM    


দেশে আগামী দুদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (৯ আগস্ট) বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।  

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

 গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি পরিমান বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ৯৮ মিলিমিটার। ঢাকায় গত ৬ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩৭ মিলিমিটার।