| |
               

মূল পাতা জাতীয় সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান হবে, খসড়া নীতিগত অনুমোদন


সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান হবে, খসড়া নীতিগত অনুমোদন


রহমত নিউজ     27 July, 2023     06:05 AM    


ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে গভীর ও অগভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য ‘বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৩’–এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২৬ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে  অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের জানান, বৈঠকের পাশাপাশি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন পাঁচ প্রকল্পে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হয়। ‘বগুড়া (জাহাঙ্গীরাবাদ) নাটোর মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (১ম সংশোধিত)’ প্রকল্পের ডব্লিউপি-০৫ প্যাকেজের ১২৫ কোটি ২২ লাখ টাকার নির্মাণকাজ যৌথভাবে পেয়েছে মীর হাবিবুল আলম ও মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। তবে ‘বগুড়া (জাহাঙ্গীরাবাদ) নাটোর মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (১ম সংশোধিত)’ প্রকল্পের ডব্লিউপি-০৪ প্যাকেজের ক্রয় প্রস্তাব বাতিল করে আবার দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের ডব্লিউপি-০১ প্যাকেজের ২ হাজার ১৩৮ কোটি টাকার নির্মাণকাজ যৌথভাবে পেয়েছে চীনের সিএসসিইসি ও বাংলাদেশের স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স।সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন’ প্রকল্পের ডব্লিউপি-০৫ প্যাকেজের লট নম্বর ডিএস-৯–এর ১ হাজার ৮২ কোটি ১৫ লাখ টাকার নির্মাণকাজ যৌথ উদ্যোগে পেয়েছে চীনের সিপিসি ও সিআরএফজি। এ ছাড়া ‘সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন’-এর ডব্লিউপি-০৫ প্যাকেজের লট নম্বর ডিএস-১০–এর ১ হাজার ৪২৩ কোটি টাকার নির্মাণকাজ পেয়েছে চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ কোম্পানি লিমিটেড। ‘টাঙ্গাইল-দেলদুয়ার-লাউহাটি-সাটুরিয়া-কাওয়ালীপাড়া-কালামপুর বাসস্ট্যান্ড সড়ক আঞ্চলিক মহাসড়কের যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের ২৮৬ কোটি টাকার ডব্লিউপি-০৭ প্যাকেজের নির্মাণকাজ যৌথভাবে পেয়েছে বাংলাদেশের এনডিই ও এইচটিবিএল।