| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল আজ বরিশাল ও সিলেটে খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশ


আজ বরিশাল ও সিলেটে খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশ


রহমত নিউজ ডেস্ক     22 July, 2023     10:38 AM    


দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ৮ দফা দাবিতে  আজ (২২ জুলাই) দুপুরে খেলাফত মজলিসের দুটি বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। একটি বরিশাল বিভাগীয় সমাবেশ বরিশাল টাউন হল চত্বরে আর অপরটি সিলেট বিভাগীয় সমাবেশ সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত হবে।

এর আগে, বৃহস্পতিবার (১৩ জুলাই)  রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর আগামী ১৪ জুলাই দেওয়ানহাট মোড়ে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ, ১৫ জুলাই মাইজদী প্রেস ক্লাব চত্ত্বরে নোয়াখালী জোন সমাবেশ, ১৫ জুলাই শহীদ মিনার চত্ত্বরে রংপুর বিভাগীয় সমাবেশ, ২০ জুলাই টাউনহল ময়দানে কুমিল্লা জোন সমাবেশ, ২১ জুলাই টাউনহল চত্ত্বরে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ জুলাই ডাকবাংলা চত্ত্বরে খুলনা বিভাগীয় সমাবেশ এবং সর্বশেষ ২৯ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বরিশাল বিভাগীয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংগঠনের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। বিশেষ অতিথি দলের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক সিরাজুল হক, উপদেষ্টা মাওলানা শাব্বীর আহমদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল মজিদ, পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক এ কে এম মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন যুগ্ম মহাসচিব ও বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির তত্ত্বাবধায়ক এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি অতিথির বক্তব্য রাখবেন, দলের নায়েবে আমীর হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, ইসলামী যুব মজলিসের আহবায়ক ড. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।সভাপতিত্ব করবেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

খেলাফত মজলিসের ৮দফা দাবি হচ্ছে:
১. ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি বন্ধ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করা।
২. দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা।
৩. নির্বাচনে সবার জন্যে সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা।
৪. দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা।
৫. গ্রেফতারকৃত আলেম উলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা।
৬. রাজনৈতিক সভা-সমাবেশের অবাধ সুযোগ নিশ্চিতকরণ।
৭. পণ্যমূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি নির্মূল করা।
৮. বেকার সমস্যা সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারী চাকুরীতে নিয়োগ দান।