| |
               

মূল পাতা জাতীয় ডেঙ্গু সচেতনতায় মসজিদে-মসজিদে আলোচনা ও লিফলেট বিতরণ


ডেঙ্গু সচেতনতায় মসজিদে-মসজিদে আলোচনা ও লিফলেট বিতরণ


রহমত নিউজ     21 July, 2023     09:36 PM    


ডেঙ্গু প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মসজিদে-মসজিদে লিফলেট বিতরণ ও করণীয় সম্পর্কে মুসল্লিদের দিকনির্দেশনা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার (২১ জুলাই) ডিএসসিসি আওতাধীন মসজিদগুলোতে জুমার নামাজে অংশগ্রহণকারী মুসুল্লিদের সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় মসজিদের খতিবেরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে খুতবায় আলোচনা করেন এবং নামাজ শেষে লিফলেট বিতরণ করা হয়।

করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই সংক্ষিপ্ত আলোচনা ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৪৪৩ জন। সুস্থ হয়েছেন ২২ হাজার ২১১ জন। মারা গেছেন ১৫৬ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১২২ জন এবং ঢাকা সিটির বাইরে ৩৪ জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।