| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহ করবে জাপান


ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহ করবে জাপান


আন্তর্জাতিক ডেস্ক     13 July, 2023     07:58 PM    


ইউক্রেনকে ড্রোন সনাক্তকরণ ব্যবস্থাসহ আরও কিছু সামরিক সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান।

জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা গতকাল (বুধবার) ন্যাটোর সম্মেলনে দাবি করেছেন, সরাসরি হত্যাকাণ্ডে ব্যবহার হয় না- এমন সামরিক সরঞ্জাম ইউক্রেনকে সরবরাহ করা হবে। 

জাপান সরকার এর আগে বলেছিল, জাপানের সংবিধানে অন্য কোনো দেশে সামরিক অভিযানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি এবং গত কয়েক দশক ধরেই টোকিও শান্তিপূর্ণ নীতি অনুসরণ করছে। এ কারণে ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া সম্ভব নয়, কেবল বেসামরিক সরঞ্জাম পাঠানো হবে। 

এরপর গত মে মাসে মার্কিন চাপের মুখে ইউক্রেনকে 'টিএনটি' বিস্ফোরক সরবরাহের ঘোষণা দেয় জাপান সরকার। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে অস্ত্র সহযোগিতা নিচ্ছেন।

এরিমধ্যে ইউরোপ ও আমেরিকা কোটি কোটি ডলারের অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করেছে। বলা হচ্ছে, অস্ত্র ব্যবসাকে জমজমাট রাখতেই আমেরিকা চায় ইউক্রেনে দীর্ঘ মেয়াদে যুদ্ধ চলুক।

-পার্সটুডে