| |
               

মূল পাতা সারাদেশ জেলা বাংলাদেশ আগামী এক বছরের মধ্যে ভিক্ষুকমুক্ত হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী


বাংলাদেশ আগামী এক বছরের মধ্যে ভিক্ষুকমুক্ত হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী


রহমত নিউজ ডেস্ক     11 July, 2023     11:23 PM    


জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, পুনর্বাসন করার মাধ্যমে আগামী এক বছরের মধ্যে দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে। তাই এ মহৎ কাজে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। শুধু ভিক্ষুকই না, দেশের প্রতিটি মানুষ যাতে ভালো থাকে বর্তমান সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে ভিক্ষুকদের পুনর্বাসন করা নিয়ে কোন সরকারই  কোন উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার ভিক্ষুকদের পুনর্বাসন করার পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। 

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা ও জেলা প্রশাসন আয়োজিত মেহেরপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩০ জন ভিক্ষুকের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। মেহেরপুর জেলায় ৬৪৪ জন ভিক্ষুক আছে। পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসন করা হবে। জেলায় ৩০ জন ভিক্ষুকের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, জেলা ক্রীড়া অফিসার আরিফ হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: খুলনা মেহেরপুর মেহেরপুর সদর