| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন আইন চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোন মন্তব্য নয় : সিইসি


ফাইল ছবি

আইন চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোন মন্তব্য নয় : সিইসি


রহমত নিউজ     05 July, 2023     01:59 PM    


আরপিও সংশোধনের আইন চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোন মন্তব্য করতে রাজি নন প্রধান নির্বাচন কমিশনির (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (৫ জুলাই) নির্বাচন কমিশনের সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। এসময় সিইসি বলেন, সংসদে পাশ হওয়া সংশোধিত আরপিও এখনও আইনে পরিণত হয়নি, এটা বিল আকারে অনুমোদন হয়েছে। তিনি বলেন, এই আইনের মাধ্যমে ক্ষমতা খর্ব হয়েছে, নাকি বেড়েছে সেটা গেজেট প্রকাশ হলেই মতামত দেবে নির্বাচন কমিশন।

বিরোধী দলীয় সদস্যদের তীব্র আপত্তি সত্ত্বেও মঙ্গলবার ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল পাস হয়েছে সংসদে। যদিও আইনমন্ত্রী আনিসুল হক দাবি করেছেন, এতে ইসির ক্ষমতা কমেনি। কিছু কেন্দ্রে গণ্ডগোল হলে পুরো কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া অগণতান্ত্রিক। তাই এই সংশোধনী আনা হয়েছে।

তবে বিরোধী দলের সদস্যরা বলছেন, ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের হাতে ক্ষমতা থাকলে সমস্যা হওয়ার কথা নয়। ইসি প্রয়োজনে ক্ষমতা ব্যবহার করবে। ক্ষমতা কেড়ে নিলে প্রয়োজন হলেও ব্যবহারের সুযোগ থাকবে না।