| |
               

মূল পাতা জাতীয় রাজধানীকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে: ডিএমপি কমিশনার


ফাইল ছবি

রাজধানীকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে: ডিএমপি কমিশনার


রহমত নিউজ     04 July, 2023     02:14 PM    


রাজধানী ঢাকাকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। ঈদের রাতে রাজধানীর হাতিরঝিলে ছিনতাইকারির হামলায় আহত একটি বেসরকারি টেলিভিশনের সহকারি প্রযোজক রাকিবুল হাসনাকে দেখতে মঙ্গলবার (৪ জুলাই) সকালে পঙ্গু হাসপাতালে যান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। 

পরে জানান, ঈদের আগে-পরে ছয় শতাধিক ছিনতাইকারিকে গ্রেফতারের কথা। তবে, ছিনতাই প্রতিরোধে আইনের কোনো দুর্বলতা আছে কি না তা পরীক্ষা-নিরীক্ষায় জনমত যাচাইয়ের আহবান জানান তিনি। 

রাকিবের ঘটনায় দুইজনকে ছিনতাইকারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দুটি চাপাতি, ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ছিনতাই করা জিনিসপত্র। খন্দকার গোলাম ফারুক জানান, সোমবারও রাজধানী থেকে ৩৫ ছিনতাইকারিকে গ্রেফতার করে পুলিশ।