| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ সরকার কারো ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে না: তথ্যমন্ত্রী


সরকার কারো ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে না: তথ্যমন্ত্রী


রহমত নিউজ     26 June, 2023     03:21 PM    


সরকার কারো ওপর জুলুম নির্যাতন চালাচ্ছে না। যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ (২৬ জুন) সোমবার সচিবালয়ে পিআইবি প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিক কর্মকাণ্ডের পার্থক্য বোঝে না। বিএনপি নেতারা ঘুমিয়ে আছে দেখেই সরকার পতনের স্বপ্ন দেখছে।

এ সময় তিনি চট্টগ্রামে কয়েকটি আইপি টিভি বন্ধের বিষয়েও কথা বলেন। জানান, আইপি টিভির নামে অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে। সারা দেশে এরা নানা পক্ষকে জিম্মি করে চাঁদা নিয়ে থাকে। ব্লাকমেইল করে। এরা অবৈধ, কোন লাইসেন্স নেই। এরা সাংবাদিকদের বেতন দেয় না, উল্টো টাকা নেয়। এদের কাছে সরকার কোনো রাজস্বও পায় না। সম্প্রচার নীতিমালা অনুযায়ী তাদের সংবাদ প্রকাশের কোন সুযোগ নেই, এরপরও তারা সংবাদ প্রকাশ করে মানুষকে জিম্মি করছে।

জিনিসপত্রের দাম বাড়ার কারণে মানুষের কষ্ট হচ্ছে এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, কিছু কিছু সিন্ডিকেট তৈরি হয়েছে যারা বাজার এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ করে। তাদের কারণে বাজারে অস্থিরতা বেড়েছে।