| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব এবার ফিলিস্তিনিদের হামলায় ৪ ইসরাইলি নিহত, আহত আরও ৪


এবার ফিলিস্তিনিদের হামলায় ৪ ইসরাইলি নিহত, আহত আরও ৪


মুসলিম বিশ্ব ডেস্ক     21 June, 2023     06:16 PM    


ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে চার ইসরাইলি নিহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে একটি ইহুদি বসতির কাছে এ ঘটনায় আহত হয়েছেন আরও চার ইসরাইলি । রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের দাবি, জেনিন শহরে ইসরাইলি বাহিনীর অভিযানের জবাবে এই হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) বন্দুকধারীরা এলি বসতি এলাকায় রাস্তার পাশের একটি রেস্তোরাঁ ও একটি গ্যাস স্টেশনে গুলি ছুড়লে হতাহতের ওই ঘটনা ঘটে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ওই হামলার পর তারা পশ্চিম তীরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।

বন্দুকধারীদের দুজন তাদের সশস্ত্র শাখার সদস্য বলে জানিয়েছে হামাস। এই হামলাকে তারা ‘বীরোচিত জবাব’ হিসেবে অভিহিত করেছে।

ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরাইলি সেনাদের মধ্যে কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধের পর দিন এই হামলার ঘটনা ঘটল। গত সোমবার জেনিনের আশপাশের এলাকায় ইসরাইলি সেনারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি ছোড়েন। এতে ছয় ফিলিস্তিনি নিহত হন। ওই হামলায় আহত হয়েছেন ৯০ জনের বেশি মানুষ। আহত ব্যক্তিদের মধ্যে সাত ইসরাইলি সেনা রয়েছে।