| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি


ফাইল ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি


রহমত নিউজ     17 May, 2023     10:35 AM    


ঘূর্ণিঝড় মোখা কেটে যাওয়ার পর দেশে ঝড়-বৃষ্টি বেড়েছে। আজ (১৭ মে) বুধবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল, গুলিস্তান, নিউমার্কেট, ধানমণ্ডি, ক্সমরাঙ্গীরচর এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ময়মনসিংহ এবং নোয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা