| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত মুফতী মুনির কাসেমীর এক মামলায় জামিন


মুফতী মুনির কাসেমীর এক মামলায় জামিন


রহমত নিউজ     17 May, 2023     02:23 PM    


রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় হেফাজত ইসলাম বাংলাদেশে সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মুফতী মনির হুসাইন কাসেমীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। নাশকতার অপর দুই মামলায় তাকে জামিন দেননি আদালত। বুধবার (১৭ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন। আসামিপক্ষে আইনজীবী দেলোয়ার হোসেন শুনানি করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশিবিদেশি সরকার প্রধান ও রাষ্ট্র প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচিকে বানচাল করার ও ঢাকাসহ সারা দেশে ব্যাপক তাণ্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ও ষড়যন্ত্র করার অভিযোগে দায়ের করা মামলায় হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মুফতী মনির হুসাইন কাসেমীকে দুই মামলায় রুল খারিজ করে জামিন দেননি হাইকোর্ট। অপর এক নাশকতার মামলায় জামিন দিয়েছেন।