| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ঘূর্ণিঝড় মোখায় জনগণের পাশে থেকে সবধরনের সহযোগিতার আহবান চরমোনাই পীরের


ঘূর্ণিঝড় মোখায় জনগণের পাশে থেকে সবধরনের সহযোগিতার আহবান চরমোনাই পীরের


রহমত নিউজ ডেস্ক     14 May, 2023     05:41 PM    


ঘূর্ণিঝড় মোখায় জনগণের পাশে থেকে সবধরনের সহযোগিতা করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর ও মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সকল সহযোগি সংগঠনের স্বেচ্ছাসেবক টিক এই প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে থাকবে এবং সব রকমের সহযোগিতার জন্য তারা প্রস্তুত রয়েছে। আমরা আশা করি, জনগণও এই দুর্যোগে সাহস না হারিয়ে বিপদ কাটিয়ে উঠার চেষ্টা করবে।

আজ (১৪ মে) রবিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

দেশবাসীর প্রতি আহবান জানিয়ে কুরআনের উদ্ধৃতি দিয়ে চরমোনাই পীর বলেন, জলে-স্থলে যত বিপর্যয় তা মানুষের অর্জনকৃত। এজন্য সকলকে গুনাহের কাজ ছেড়ে পরিশুদ্ধ জীবনে ফিরে আসার আহবান জানান। বিপদে-আপদে ধৈর্য না হারিয়ে মহান রব্বুল আলামিনের উপর ভরসা রেখে সকলকে সতর্ক থেকে বিপদ থেকে রক্ষার অনুরোধ করেন। সেইসাথে বেশি বেশি তওবা ইস্তেগফার করারও আহবান জানান। প্রবল ঘূর্ণিঝড় মোখা ধেয়ে আসছে। উপকূলীয় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় প্রবল বেগে আঘাত হানতে শুরু করেছে। ইতোমধ্যে ঝড়ের পূর্বে যে ঘটনা ঘটে সেগুলো শুরু হয়ে গেছে। বিকাল থেকে হয়তো বড় আঘাতটা আসতে পারে। সরকারকেও বিপদগ্রস্ত জনগণের পাশে থাকার আহবান জানাচ্ছি এবং সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহবান জানাচ্ছি।