| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি ভোজ্যতেলের দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্য সচিব


ভোজ্যতেলের দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্য সচিব


রহমত নিউজ     10 May, 2023     04:48 PM    


মূসক ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় ভোজ্যতেলের দাম বেড়েছে বলে দাবি করেছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তবে ভোজ্য তেলের সরবরাহ যথেষ্ট রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১০ মে) সচিবালয়ে আমদানি ও রফতানি নিয়ে বৈঠক শেষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভোজ্যতেলে মূসক ও আমদানি শুল্ক ছাড়ের ক্ষেত্রে এনবিআর’র সাথে যোগাযোগ চলছে।

এ সময় চিনির দাম নিয়েও কথা বলেছেন বাণিজ্য সচিব। তিনি জানান, চিনির ক্ষেত্রে আমদানি ও সরবরাহে ঘাটতি আছে। এ নিয়ে কাজ চলছে। বিশ্ববাজারেও দাম বেশি। ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়েছে, সেটা তদারকিও করা হচ্ছে। বাণিজ্য সচিব জানান, ব্যবসায়ীদের অতিরিক্ত দামে চিনি বিক্রি না করতে নির্দেশ দেয়া আছে। চিনির ক্ষেত্রেও ছাড় বাড়ানোর ক্ষেত্রে এনবিআরকে অনুরোধ করা হয়েছে।