| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন কওমী মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে : চরমোনাই পীর


কওমী মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে : চরমোনাই পীর


রহমত নিউজ ডেস্ক     10 May, 2023     10:42 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী শিক্ষা ও ইসলামী মূল্যবোধ জনগণের মধ্যে যতদিন টিকে থাকবে ততদিন পৃথিবী টিকে থাকবে। মাদরাসা শিক্ষার মূল ভিত্তি হলো ওহী। ওহীভিত্তিক শিক্ষা শুধু মাদরাসাগুলোতেই শিক্ষা দেয়া হয়। ছেলেদের জন্য পর্যাপ্ত মাদরাসা থাকলেও মানসম্পন্ন মহিলা মাদরাসার বড়ই অভাব। সে দৃষ্টিকোণ থেকে চরমোনাই হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম রাহমাতুল্লাহি আলাইহি মহিলা মাদরাসা প্রতিষ্ঠার প্রেক্ষাপট তৈরি হয়। আজ দেশবাসীর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাদরাসা ভবনের শুভ সূচনা করা হলো। ওহীভিত্তিক শিক্ষার প্রচার প্রসারে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কেননা কওমী মাদরাসাগুলোতে খাঁটি নায়েবে নবী সৃষ্টি হয়। ফলে কওমী মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে। এজন্য সকলকে সজাগ ও সতর্ক থেকে ইলমেদীনের প্রসারে কাজ করতে হবে।

আজ (১০ মে) বুধবার বিকালে বরিশালের চরমোনাই মাদরাসার দক্ষিণে প্রায় ৩ একর জমিতে নির্মিত মাদরাসার শুভ সূচনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী জেনারেল আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, বরিশাল বাজাররোড মাদরাসার মুহতামিম মাওলানা উবায়দুর রহমান মাহবুব, আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব মনির হোসেন, চরমোনাই ইউনিয়ন চেয়ারম্যান মুফতী সৈয়দ জিয়াউল করীম, মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা সৈয়দ নাসির উদ্দিন কাওছার, মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী, বরিশালের বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং চরমোনাই মাদরাসার উস্তাদগণ উপস্থিত ছিলেন।