| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন জামিয়াতুল উলূমিল ইসলামিয়ায় ভর্তিতে ‘মুমতায’ উত্তীর্ণ হতে হবে


জামিয়াতুল উলূমিল ইসলামিয়ায় ভর্তিতে ‘মুমতায’ উত্তীর্ণ হতে হবে


জামিল আহমদ     27 April, 2023     07:31 PM    


জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার [বাড়ি-২০২ জি/১১, রােড-৬, মােহাম্মদী হাউজিং লিমিটেড, মােহাম্মদপুর, ঢাকা]  ১৪৪৩-৪৪ হিজরী শিক্ষাবর্ষে নতুন ছাত্রদের ৭ শাওয়াল শনিবার ভর্তিকার্যক্রম শুরু হবে।

নতুন ছাত্রদের ভর্তি নির্দেশনা
• ৮ শাওয়াল ১৪৪৩ হিজরী মোতাবেক ২৯ এপ্রিল ২০২৩ ঈসায়ী, শনিবার ভর্তি কার্যক্রম শুরু হবে। শনিবার ফজরের পর থেকে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে।

• ভর্তিচ্ছুক প্রত্যেক ছাত্রকে পূর্ববর্তী জামাতের (বেফাক/সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের) বার্ষিক পরীক্ষায় কমপক্ষে মুমতায বিভাগে উত্তীর্ণ হতে হবে।

• খামেস (ইবতেদায়ী) জামাতের ছাত্র ব্যতীত অন্য সকল জামাতের ভর্তিচ্ছুক ছাত্রদের ভর্তি ফরমের সাথে বার্ষিক পরীক্ষার নম্বরপত্র/ মার্কশীট যুক্ত করতে হবে।

• এক কপি পাসপাের্ট সাইজ ছবি ভর্তি ফরমের সঙ্গে সংযুক্ত করতে হবে।

• খামেস (ইবতেদায়ী), হাদী আশার (জালালাইন), ফযীলত ও তাকমীল জামাতের ভর্তি পরীক্ষা ২৯ এপ্রিল ২০২৩ ঈসায়ী রােজ শনিবার দুইধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ : লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে দ্বিতীয় ধাপ : মৌখিক যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।

• আশের (শরহে বেকায়া), তাসে (কাফিয়া), সামেন (হেদায়াতুন নাহু), সাবে (নাহবেমীর), সাদেস (মিযান) জামাতের ভর্তি পরীক্ষা ২৯ এপ্রিল ২০২৩ ঈসায়ী শনিবার মৌখিকভাবে অনুষ্ঠিত হবে।

• পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তির সময় প্রত্যেক ভর্তিচ্ছুক ছাত্রকে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে, সঙ্গে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও জমা দিতে হবে।

• ২৯ এপ্রিল ২০২৩ ঈসায়ী শনিবার সকাল ৬টা থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে ১০১ নং কক্ষে ফরম জমা দিতে হবে।

• লিখিত পরীক্ষার সময় : সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত।
• উত্তীর্ণদের যাচাই প্রক্রিয়া শুরু : বেলা ১২.০০ ঘটিকায়।

যেসব কিতাবের লিখিত পরীক্ষা নেওয়া হবে :
• তাকমীল :  মেশকাত শরীফ (পূর্ণ)  হেদায়া-৩য় ও ৪র্থ খণ্ড
• ফযীলত (মেশকাত) : জালালাইন (পূর্ণ), হেদায়া-১ম ও ২য় খণ্ড
• হাদী আশার (জালালাইন) : শরহে বেকায়া- ১ম ও ২য় খণ্ড ২. নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)
• খামেস (ইবতিদায়ী) : ইংরেজী (৩য় বা চতুর্থ শ্রেণী সমমান) ২. অংক (৩য় বা চতুর্থ শ্রেণী সমমান) ৩. হিফযুল কুরআন ও নাযিরা (মৌখিক)

যেসব কিতাবের শুধু মৌখিক পরীক্ষা নেওয়া হবে :
• আশের (শরহে বেকায়া) 
১. কাফিয়া। 
২. মুখতাসারুল কুদূরী (কিতাবুশ শুফআ থেকে শেষ পর্যন্ত)।
৩. কাসাসুন্নাবিয়্যীন ৫ম খণ্ড ও আল কিরাআতুল আরাবিয়া ৪র্থ খণ্ড বা এ স্তরের যে কোন আরবী আদবের কিতাব।

• তাসে (কাফিয়া) 
১. হেদায়াতুন নাহু
২. মুখতাসারুল কুদুরী (শুরু থেকে কিতাবুশ শুফআ পর্যন্ত) বা নুরুল ইযাহ।
৩. কাসাসুন্নাবিয়্যীন ৪র্থ খণ্ড ও আল কিরাআতুর রাশিদা ৩য় খণ্ড বা এ স্তরের যে কোন আরবী আদবের কিতাব। 
৪. অষ্টম শ্রেণির অংক ও ইংরেজী।

• সামেন (হেদায়াতুন নাহু) 
১. আননাহ আল মুয়াসার/নাহবেমীর/আন্তরীক ইলান নাহব ২.আল হাদী ইলাস সরফ/ইলমুস সরফ 
৩. কাসাসুন্নাবিয়্যীন ৩য় খণ্ড ও আল কিরাআতুর রাশিদা ২য় খণ্ড বা এ স্তরের যে কোন আরবী আদবের কিতাব।
৪. সপ্তম শ্রেণির অংক ও ইংরেজী।

• সাবে (নাহবেমীর) 
১. মিযানুস সারফ 
২. কাসাসুন্নাবিয়্যীন ১ম, ২য় খণ্ড ও আল কিরাআতুর রাশিদা ১ম খণ্ড বা এ স্তরের যে কোন আরবী আদবের কিতাব।
৩. ষষ্ঠ শ্রেণির অংক ও ইংরেজী।

• সাদেস (মিযান) 
১. এসাে আরবী শিখি ১ম ও ২য় খণ্ড
২. পঞ্চম শ্রেণির অংক ও ইংরেজী।

ছাত্রদের ভর্তি ফি ও মাসিক প্রদেয় বাবদ
• ভর্তি ফি                        : ৩৪৫০/- টাকা
• কুতুবখানা ফি                     : ৩০০/-
• এককালীন জমা                : ৫০০/-
• আলমারী ব্যবহার বাবদ বাৎসরিক     : ৫০০/- টাকা
• পাঠাগার ফি                    : ২০০/-
• ইত্তেফাক ফি                    : ৫০/-
ভর্তির সময় মােট জমা =            : ৫০০০/- টাকা
• মাসিক প্রদেয়                     : ৪০০০/- টাকা

ভর্তি ফরম সংগ্রহ         :    কক্ষ নং ১০৫
মুহতামিম সাহেবের স্বাক্ষর    :       কক্ষ নং ২০৪
মৌখিক ভর্তি পরীক্ষা         :       কক্ষ নং ২০২
ভর্তি ফি জমা             :       কক্ষ নং ৩০২
নাম রেজিষ্ট্রেশন         :    কক্ষ নং ৩০৩
বেডিংয়ের মূল্য জমা        :       কক্ষ নং ১০৪
মাসিক প্রদেয় জমা         :       কক্ষ নং ১০৬

বিশেষ দ্রষ্টব্য :
১. চাদের তারিখের সাথে ইংরেজী তারিখের অমিল দেখা দিলে ইংরেজী তারিখ-ই চূড়ান্ত বিবেচিত হবে। সুতরাং ২৯ এপ্রিল ২০২৩ ঈসায়ী রােজ শনিবার হতেই ভর্তি আরম্ভ হবে, ইনশাআল্লাহ।

২. খামেস (ইবতেদায়ী) থেকে তাকমীল পর্যন্ত প্রত্যেক ছাত্রকে ব্যবহারের জন্য আলমারী দেওয়া হবে। সুতরাং তাদের ব্যক্তিগত ব্ল্যাক, ট্রাঙ্ক ইত্যাদি রাখা যাবে না।

৩. খামেস জামাতের ছাত্রদের জন্য বেডিং দেওয়া হবে। সুতরাং তাদের ব্যক্তিগত বিছানা নিয়ে আসার প্রয়ােজন নেই। তবে একটি বালিশ, একটি চাদর ও একটি কাঁথা সঙ্গে আনতে হবে।

সার্বিক যোগাযোগ : 01724-463215